চট্টগ্রাম নগরীর চকবাজার চক সুপার মার্কেটের মোস্তফা মাইক সার্ভিস নামের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে ৫ তলা মার্কেটের ২য় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘট।
চন্দনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মাইক সার্ভিসের দোকানটিতে আগুন লাগে। দোকান থেকে প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আগুনে ৩ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
বিডি প্রতিদিন/হিমেল