চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আবাসিক এলাকায় রাস্তার পাশ থেকে মোহাম্মদ কায়েস (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আবাসিক এলাকায় রাস্তার পাশে কয়েসের মরদেহ পড়ে ছিল। তার বাড়ি পটিয়ার জিরি ইউনিয়নে। তার পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, কেউ তাকে খুন করে ফেলে রেখে যেতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশের ময়নাতদন্ত হচ্ছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম