চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকার মোহাম্মদপুরে অগ্নিকাণ্ডে সাতটি দোকান পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে বায়েজিদ বোস্তামী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, বায়েজিদ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে সাতটি দোকান পুড়ে গেছে।
বিডি প্রতিদিন/এএম