২৫ জানুয়ারি, ২০২৩ ২০:৩৫

চট্টগ্রামেই হবে ফুসফুসের রোগ নির্ণয়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রামেই হবে ফুসফুসের রোগ নির্ণয়

এন্টিমাইক্রোবিয়াল ফিল্টার ব্যবহারের মাধ্যমে অ্যাজমা বা হাঁপানি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজসহ ফুসফুসের বিভিন্ন ধরনের রোগ নির্ণয়ের পরীক্ষা করা যাবে চট্টগ্রামের এপিক হেলথ কেয়ার সেন্টারে। বুধবার দুপুরে প্রতিষ্ঠানটির অষ্টম বর্ষে পদার্পণ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান এপিক হেলথ কেয়ারের এক্সিকিউটিভ ডাইরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) টিএম হান্নান।  

এ সময় উপস্থিত ছিলেন এপিক হেলথ কেয়ারের পরিচালক (বিজনেস ডেভলপমেন্ট) জসীম উদ্দিন, পরিচালক (অপারেশন) ডা. সাইফুদ্দিন মো. খালেদ, এজিএম (অপারেশন্স) ডা. মো. ইমতিয়াজ উদ্দিন, এজিএম (এডমিন অ্যান্ড এইচ আর) মো. আরেক হোসেন, এজিএম (সেলস এন্ড মার্কেটিং) সুমন রঞ্জন ভৌমিক, মো. আমিরুল ইসলাম, সিনিয়র ম্যানেজার (এডমিন অ্যান্ড ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট) বেনজির আহমেদ, ম্যানেজার (অপারেশন্স) ডা. হামিদ হোছাইন আজাদ, এসিস্ট্যান্ট ম্যানেজার (কর্পোরেট বিজনেস এন্ড ব্রান্ড ম্যানেজম্যান্ট) জহির রায়হান প্রমুখ।

সংবাদ সম্মেলনে বলা হয়, ‘বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিজ শহরে’ এই স্লোগানে ২০১৫ সালে শুরু হওয়া প্রতিষ্ঠানটি ডায়াগনস্টিক সেবা দিয়ে আসছে। বন্দর নগরীতে ‘আইএসও অ্যাক্রিডিটেশন সনদ’ প্রাপ্ত একমাত্র ল্যাব এপিক হেলথ কেয়ার। আমরা চাই আমাদের কাজের মাধ্যমে সেবা গ্রহীতাদের আস্থা অর্জন করতে। গত বছর ক্যান্সার নির্ণয়ের পরীক্ষা শুরু করা হয়। এবছর শুরু স্পাইরো-ফ্যানো-এফওটি কম্বো পরীক্ষা। যা অ্যাজমা বা হাঁপানী, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) ও ফুসফুসের বিভিন্ন ধরনের রোগ নির্ণয় প্রয়োজন। আগে এসব রোগের পরীক্ষার জন্য স্যাম্পল ঢাকায় প্রেরণ করতে হতো। এখন সেসব পরীক্ষা শতভাগ চট্টগ্রামে করা যাবে। বিশেষ করে এপিক হেলথ কেয়ারে। 

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর