চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাস্তা পারাপারের সময় সিএনজি অটোরিকশার ধাক্কায় আনোয়ার চৌধুরী (৫৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার চৌধুরী উপজেলার হাইলধর ইউনিয়নের খাসখামা গ্রামের মোজাহের চৌধুরীর সন্তান।
আনোয়ারা থানার ওসি সোহেল আহমদ বলেন, রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন আনোয়ার। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি।
বিডি প্রতিদিন/এএম