বাক-শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষার অধিকার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সহপাঠীদের মধ্যে ভ্রাতৃত্বে বন্ধন সৃষ্টি করার লক্ষ্যে সচেতনা সভা করেছে সংশপ্তক। নগরের বহদ্দারহাট এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিদের আর্ন্তজাতিক সপ্তাহ পালন উপলক্ষ্যে সেন্টার ফর ডিজ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের সহযোগীতায় স্মাইল প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়।
এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আলেয়া বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য জয়নাব আকতার, ইমরান এমি, ফিল্ড কোর্ডিনেটর দেলোয়ার হোসেন, এ্যাডভোকেসি, ক্যাপাসিটি বিল্ডিং এন্ড ডকুমেন্টেশন অফিসার স্বরুপানন্দ চক্রবত্তী, কমিউনিটি মোটিভেটর মো. মামুন, কমিউনিটি রিসোস টিচার ইয়াছমিন আকতার, কোহিনুর আকতার, ,জেসমিন আরা বেগম, সাদিয়াতুল মারজান প্রমুখ।
প্রধান অতিথি ছিলেন সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী বলেন, প্রতিবন্ধী অনেক শিশু এখন শিক্ষার আলোই আলোকিত হচ্ছে। প্রধানমন্ত্রী প্রতিবন্ধীদের উন্নয়ন ও শিক্ষা নিশ্চিত করার জন্য কাজ করছেন। এখন আমাদের সচেতন হবে হবে, অভিভাবককে সচেতন হতে হবে। যে সব স্কুলে প্রতিবন্ধী আছেন, তাদের সাথে সহপাঠীরাও যদি ইশারা ভাষায় কথা বলে তাহলে তারা উৎসাহ পাবে। নিজেদেরকে আর বঞ্চিত ভাববে না, সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে। তাই শিক্ষক ও সহপাঠীরা যদি ইশারা ভাষায় বাক-শ্রবণ প্রতিবন্ধীদের কথা বলে তাহলে প্রতিবন্ধীরা আরও এগিয়ে যাবে।
বিডি প্রতিদিন/এএম