চট্টগ্রাম নগরের বাদুরতলা এলাকা থেকে পিকআপ চুরির ঘটনায় মো. পারভেজ প্রকাশ হৃদয় নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বান্দরবানের আলীকদম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পাঁচলাইশ ওসি সন্তোষ কুমার চাকমা জানান, গত ১০ ডিসেম্বর গ্যারেজ থেকে একটি পিকআপ চুরি হয়। রবিবার বান্দরবানের আলীকদম এলাকায় অভিযান চালিয়ে মো. পারভেজ প্রকাশ হৃদয় নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এসময় গাড়িটির ইঞ্জিন, চেচিস, বডিসহ অন্যান্য যন্ত্রাংশ খোলা অবস্থায় উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএম