চট্টগ্রামের আসনগুলোতে ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় যাবতীয় সরঞ্জাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে এসে পৌঁছে গেছে। তবে ব্যালট পেপার পৌঁছাতে সময় লাগবে। ব্যালট পেপার ছাড়া বাকি সরঞ্জাম আগামী দুই-তিন দিনের মধ্যে পর্যায়ক্রমে বিভিন্ন আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, সহকারী রিটার্নি কর্মকর্তাদের কাছে আগে থেকেই ভোট গ্রহণের জন্য স্বচ্ছ ব্যালট বক্স মজুদ আছে। ৩০-৩১ তারিখের মধ্যে প্রত্যেক উপজেলায় সকল নির্বাচনি সরঞ্জাম পাঠিয়ে দেওয়া হবে। শুধুমাত্র ব্যালট পেপার নির্বাচনের দিন ভোরে বিভিন্ন উপজেলায় পাঠানো হবে। তবে দুর্গম এলাকাগুলোতে আগের দিন পাঠানোর পরিকল্পনা আছে।
জেলা নির্বাচন অফিস জানিয়েছে, প্রত্যেক নির্বাচনি এলাকার ভোট কেন্দ্র ও ভোটকক্ষ অনুযায়ী অমোচনীয় কালির কলম, রাবারের সিলমোহর, মার্কিং সিল, স্ট্যাম্প প্যাড, গালা, চার্জার লাইট, চটের থলি, স্ট্যাপলার মেশিন ও পিন, বলপয়েন্ট কলম, সাদা কাগজ, কার্বন কাগজ, ছুরি, বড় সুঁই, সুতার বল, মোমবাতি, দিয়াশলাই, গামপট, স্ট্যাম্প প্যাডের কালি, স্টিলের স্কেল, সুপার গ্লুসহ অন্যান্য সকল সামগ্রী সহকারী রিটার্নিং অফিসারদের বুঝিয়ে দেয়ার প্রক্রিয়া চলছে। কয়েকদিনের মধ্যে এসব সামগ্রী উপজেলায় পৌঁছে যাবে।
বিডি-প্রতিদিন/বাজিত