চট্টগ্রামের গনি কলোনির পরিত্যক্ত একটি বিল্ডিংয়ে অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে চকবাজার থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, আব্দুর রশিদ, মো. সেলিম, জুয়েল হোসেন, মো. আকাশ, মো. ফারুক, মো. জুয়েল, মো. মাইনুদ্দিন, ও মো. মান্নান।
চকবাজার থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর বলেন, জুয়া খেলার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল