দশম জাতীয় সংসদের ১৮তম ও চলতি বছরের শেষ অধিবেশন আজ বিকাল ৪টা ১০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়েছে। এর আগে আগে কার্য উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের আন্তর্জাতিক স্বীকৃতিসহ রোহিঙ্গা ইস্যু ও সিপিএ নিয়ে পৃথকভাবে আলোচনার সিদ্ধান্ত হয়।
একইসঙ্গে আগামী ২৩ নভেম্বর পর্যন্ত সংসদের অধিবেশন পরিচালনা এবং প্রতিদিন বিকেল ৪টা থেকে অধিবেশন শুরুর সিদ্ধান্ত হয়। তবে প্রয়োজনে স্পিকার এ সময়সীমা বাড়াতে বা কমাতে পারবেন। সভায় সভাপতিত্ব করেন স্পিকার।
কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ, কমিটির সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, আবুল হাসানাত আব্দুল্লাহ, ওয়ার্কার্স পাির্টর সভাপতি রাশেদ খান মেনন, চিফ হুইপ আ স ম ফিরোজ, জাসদের নির্বাহী সভপতি মঈন উদ্দীন খান বাদল বৈঠকে অংশ নেন।
শোক প্রস্তাব
অধিবেশনের শুরুতেই সাবেক রাষ্ট্রপতি, স্পিকার আবদুর রহমান বিশ্বাস, সাবেক মন্ত্রী এম কে আনোয়ার, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য সরদার মোশারফ হোসেন, সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম, মোফাজ্জল হোসেন এবং মো: মর্তুজা হোসেন মোল্লাসহ জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফের সহধর্মিনী শিলা ইসলামসহ বিশিষ্টজনদের নামে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার জন্য প্যানেল সভাপতি মনোনয়ন দেন স্পিকার।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন