প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে টিকিটপ্রাপ্তি থেকে শুরু করে বাড়ি পৌঁছানো পর্যন্ত নানা ভোগান্তি পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষের। সিডিউল বিপর্যয়, যাত্রীর অতিরিক্ত চাপ বা ছাদে ঝুঁকি নিয়েও রাজধানী ছাড়ছেন নগরবাসী। তবে এবার সিডিউল বিপর্যয়ের বিষয়টি আগেভাগেই জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এদিকে শুক্রবার টাঙ্গাইলে সুন্দরবন এক্সপ্রেস লাইনচুত্যের ঘটনায় সিডিউল বিপর্যয় কাটিয়ে উঠতে পারছে না পশ্চিমাঞ্চলগামী ট্রেনগুলো।
ফলে শনিবার বেশকিছু ট্রেন বিলম্বে কমলাপুর ছাড়বে। এক ঘণ্টা থেকে শুরু করে আট ঘণ্টারও বেশি বিলম্বে গন্তব্যে ছাড়বে এসব ট্রেন।
বিলম্বে ট্রেন ছাড়ার কারণে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো হাজারো মানুষ। তাদের কমলাপুর স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্মে অপেক্ষা করতে দেখা গেছে।
গণমাধ্যমকে রেলের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, রাজশাহীগামী ৭৬৯ নং ধুমকেতু এক্সপ্রেস ট্রেনটি সকাল সাড়ে ৬টার পরিবর্তে বেলা ১টার দিকে কমলাপুর ছেড়ে যাবে।
৭২৬ নং সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ৫ ঘণ্টা বিলম্বে সকাল সাড়ে ১১টার দিকে কমলাপুর ছেড়ে যেতে পারে। ৭৬৫ নং নীলসাগর এক্সপ্রেস ট্রেন ৮টার পরিবর্তে বিকেল ৪টায় ছেড়ে যাওয়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে।
৭৭১ নং রংপুর এক্সপ্রেস ট্রেনটি ৮ ঘণ্টা বিলম্বে আনুমানিক বিকেল ৫টায় গন্তব্য ছেড়ে যাবে।
লালমনিরহাট ঈদ স্পেশাল ট্রেনটি ১০ঘণ্টা বিলম্বে আনুমানিক সন্ধ্যা সোয়া ৭টায় ছেড়ে যাবে। এছাড়া পশ্চিমাঞ্চলগামী কয়েকটি ট্রেন একঘণ্টা বিলম্বে চলাচল করবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন