যারা ডেঙ্গু আক্রান্ত এবং যারা ডেঙ্গুতে মারা গেছেন তাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন ।
আজ রবিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন করে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এসময় তিনি নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে তদারকি করেন।
তিনি জানান, আগামীকাল দুযোর্গপূর্ণ আবহাওয়ার কারণে যদি জাতীয় ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত না হয়, তাহলে সকাল সাড়ে ৮টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান জামাত হবে
তিনি আরও বলেন, জাতীয় ঈদগাহ ময়দানে এক লাখ নারী-পুরুষ এক সঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ