১৮ ফেব্রুয়ারি, ২০২০ ১৯:১৪

গৌরনদীতে মেছোবাঘের ছানা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গৌরনদীতে মেছোবাঘের ছানা উদ্ধার

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল গ্রামের বাবুল মীরের বাড়ি থেকে মেছোবাঘের একটি অসুস্থ ছানা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উদ্ধার হওয়া ছানাটি বর্তমানে উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামের হেফাজতে রয়েছে। 

সরিকল পুলিশ তদন্ত কেন্দ্র সূত্র জানায়, একটি পরিত্যক্ত বসত ঘরের ভেতরে মেছো বাঘের অসুস্থ ছানাটিকে দেখতে পেয়ে বাড়ির লোকজন পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে মেছোবাঘের ছানাটি উদ্ধার করে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানকে অবহিত করে। তিনি ছানাটিকে তার অফিসে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। ওই নির্দেশ পেয়ে ছানাটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে পৌঁছে দেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পশু সম্পদ কর্মকর্তার কার্যালয় থেকে মেছোবাঘের ছানাটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সংশ্লিষ্টদের উপস্থিতিতে গৌরনদী উপজেলা বন সংরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলামের কাছে হস্তান্তর করেন। 

বন সংরক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, মেছোবাঘ এখন অনেকটা বিলুপ্ত। আর যে ছানাটিকে উদ্ধার করা হয়েছে সেটি অসুস্থ। এ কারণে ছানাটিকে সুস্থ করে অবমুক্ত করা হলে অন্য প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পাবে। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর