২৮ মার্চ, ২০২০ ১৭:৪৫

ময়মনসিংহে পত্রিকার হকার ও হোটেল কর্মচারিদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে পত্রিকার হকার ও হোটেল কর্মচারিদের
মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ

করোনাভাইরাসের কারণে পত্রিকা বিলি ও হোটেল বন্ধ থাকায় বেকার হয়ে পড়া ময়মনসিংহের দুই শতাধিক সংবাদপত্র হকার ও প্রেস ক্লাব কেন্টিন কর্মচারি এবং রিকসাচালকদের চাল ও নগদ অর্থ প্রদান করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমান। 
 
এদিকে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু রিক্সাচালকদের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। ময়মনসিংহ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোমতাজ উদ্দিন মন্তা সাংবাদিকদের জন্য ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়ের হাতে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন। 

এ সময় ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাররফ হোসেন, ময়মনসিংহ প্রেস ক্লাবের যুগ্মসম্পাদক সাইফুল ইসলাম, নিউজ চ্যানেল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 

অপরদিকে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় বিদেশফেরত ৫৫ প্রবাসীসহ ৮৯০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড়পত্র দেওয়া হয়েছে ১৫৫ জনকে। এখনো একজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর