ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল এবং গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর। শনিবার দুপুরে রাজধানীর প্রেসক্লাবের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ও ডাকসু ভিপি নুরুল হক নুর।
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়ে ভিপি নুর বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের ফাঁদে বিনা কারণে অসংখ্য মানুষকে হয়রানি করা হচ্ছে। সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করায় সাধারণ মানুষকে জেলেবন্দী করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী কেউই এ আইনি ফাঁদ থেকে রক্ষা পাচ্ছে না।
ছাত্র অধিকার পরিষদের পাঁচ দফা দাবি হল- ডিজিটাল নিরাপত্তা আইনে অন্যায়ভাবে গ্রেফতারকৃতদের মুক্তি ও কালো আইন বাতিল করতে হবে। সরকারি-বেসরকারি সকল হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে। মোবাইল ও ইন্টারনেটের আরোপিত নতুন কর এবং গণপরিবহনের বর্ধিত ভাড়া প্রত্যাহার করতে হবে। করোনায় আক্রান্তদের চিকিৎসার সকল ব্যয়ভার সরকারকে নিতে হবে এবং করোনায় কর্মহীন হয়ে পড়া অসহায় ও নিম্ন আয়ের মানুষের তালিকা করে খাদ্যসহায়তা দিতে হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার