শিরোনাম
- মালয়েশিয়ায় নৌকাডুবিতে নিখোঁজ ১১
- নীতি সুদহার কমিয়ে ৮ শতাংশ করলো বাংলাদেশ ব্যাংক
- ঢামেক হাসপাতালের সামনে থেকে দুই দালাল আটক
- ব্যবসায়ী সোহাগ হত্যা: আসামি মহিন দ্বিতীয় দফায় রিমান্ডে
- সরকারি হলো আরও এক বিদ্যালয়
- মেট্রো স্টেশনে বসছে এটিএম ও সিআরএম বুথ
- বিএনপি সংঘাতের উস্কানির ফাঁদে পা দেবে না : প্রিন্স
- পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
- ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২০ রাজ্যের মামলা
- মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
- শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়ের হ্যাটট্রিক
- ৮ বছর পর টেস্ট ক্রিকেটে ফেরার দুয়ারে ডসন
- ট্রাম্পের আল্টিমেটামের তোয়াক্কা করে না রাশিয়া
- বাড়তি ভাড়া না দেওয়ায় ইবি ছাত্রীকে মারধর, বাস আটক
- দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেবে ঐকমত্য কমিশন: আলী রীয়াজ
- মার্কিন শুল্কের চাপ নিয়ে ব্যবসায়ীরা উদ্বিগ্ন : আমীর খসরু
- জুলাই পুনর্জাগরণে বুধবার চট্টগ্রামে ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো’
- তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জন্য বাউবি একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান: উপাচার্য
- বদলি আদেশ ছিঁড়ে এনবিআরের ১৪ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
- গোসাইরহাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
রাজশাহীর আকাশে ঘুড়ি উড়াতে বিমানের মানা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

লকডাউনের একঘেয়েমি কাটাতে ঘুড়ি উড়ানোতে মেতেছে রাজশাহীবাসী। বন্দিদশার জীবনে খানিকটা আনন্দ এনেছিল ঘুড়ি। তবে এবার সেই ঘুড়ি নিয়েই বিপত্তির কথা জানিয়েছে শাহ মখদুম বিমান বন্দর কর্তৃপক্ষ।
তারা বলছে, আকাশে উড়ানো ঘুড়ির কারণে মারাত্মক ঝুঁকি নিয়ে উড়ছে এখানকার প্রশিক্ষণ বিমানগুলো।
রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরের আশেপাশের বিভিন্ন এলাকায় দেখা গেছে, বিকাল হলেই নানা বয়সের মানুষ অনেকটা উৎসবের মত করে উড়াচ্ছেন ঘুড়ি। আর এসব ঘুড়ির পাশ দিয়েই চক্কর দিচ্ছে প্রশিক্ষণ বিমান। তবে এই পরিস্থিতিতে জনগণকে সচেতন করতে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে এলাকাজুড়ে বেশ কয়েকবার মাইকিংও করা হয়েছে। কিন্তু যারা ঘুড়ি উড়াচ্ছেন তারা বিষয়টি মোটেও আমলে নেননি।
তবে সিভিল এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, ফ্লায়িং জোনে ঘুড়ি উড়ানো বন্ধ না হলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা।
বিমানবন্দরের পাশের এলাকা পবা উপজেলার মধুসূদনপুর গ্রামের আতিকুর রহমান বলেন, ‘বিমান বন্দর এলাকায় ঘুড়ি উড়ানো যাবে না এমনটা শুনেছি। তবে আমাদের এই এলাকাতে উড়ানো যাবে না তা জানা নেই।’
শাহ মখদুম বিমান বন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান, ‘করোনা পরিস্থিতির কারণে গত ২৪ মার্চ থেকে শাহ মখদুম বিমানবন্দরে সব ধরনের বিমান উঠা-নামা বন্ধ হয়ে যায়। তবে ইতোমধ্যে এই বিমানবন্দর থেকে দুইটি ফ্লাইং একাডেমি তাদের প্রশিক্ষণ কার্যক্রম আবারও শুরু করেছে। কিন্তু আকাশজুড়ে উড়ানো ঘুড়ির কারণে অনেকটা ঝুঁকি থেকে যাচ্ছে।
তিনি আরও বলেন, ‘আমরা লক্ষ্য করেছি কিছু ঘুড়ি অনেকটা উপরে ফ্লায়িং রুটে উড়ছে। এমনটা চলতে থাকলে ঘুড়ি ও সুতার কারণে বড় ধরনের দুর্ঘটনার শঙ্কা থাকছে। তাই আমরা চাচ্ছি ঘুড়ি উড়ানো বন্ধ হোক।’
তিনি আরও বলেন, ‘আমরা ঘুড়ি উড়ানো বন্ধ করার অনুরোধ জানিয়ে বেশ কয়েকবার এলাকাজুড়ে মাইকিং করেছি। তবে সেটি উপেক্ষা করে এখনও ঘুড়ি উড়ানো অব্যাহত আছে।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
এই বিভাগের আরও খবর