নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭তম জন্মদিন পালিত হয়েছে।
জন্মদিন উপলক্ষে রবিবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া রেললাইনস্থ থানা যুবলীগের কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও মাদ্রাসার এতিম শিশুদের নিয়ে কেক কাটার আয়োজন করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা যুুবলীগের আহ্বায়ক নাসিক প্যানেল মেয়র মতিউর রহমান মতির সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবু কালীপদ মল্লিক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হোসেন আলম মেম্বার, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সদস্য ও সুমিলপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী মানিক মাস্টার, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক জুবায়ের আলম হীরা, মহানগর শাখার সভাপতি প্রকৌশলী আল মামুনুর রশীদ ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি আকতার হোসেন মিতুল প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন