জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ নিয়ে স্মারক বক্তৃতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ‘৭ই মার্চ : মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বর্তমান প্রাসঙ্গিকতা’ বিষয়ক এ স্মারক বক্তৃতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। স্মারক বক্তৃতা প্রদান করেন ইতিহাসবিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির সিনিয়র সহ-সভাপতি হাসান হাফিজ, যুগ্ম সম্পাদক আইয়ুব ভূঁইয়া ও মো: আশরাফ আলী, বিএফইউজের সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, বিএফইউজের সাবেক মহাসচিব আবদুল জলিল ভূঁইয়া বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেমিনার, মিট দ্য প্রেস ও আন্তর্জাতিক লিয়াঁজো উপ-কমিটি আহ্বায়ক ও এপি ব্যুরো চীফ জুলহাস আলম।
অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ আন্তর্জাতিক, আঞ্চলিক ও জাতীয় রাজনীতিতে মানুষের মুক্তির দিক নির্দেশনা প্রদান করে। তাই ১৮ মিনিট ৩১ সেকেন্ডের এই ঐতিহাসিক বক্তৃতাটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পেয়েছে। তিনি বলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’- এই উচ্চারণের মাধ্যমে তিনি মানুষের মুক্তির কথা বলেছেন।
সভাপতির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, বর্তমান বাংলাদেশে নানা বাস্তবতায় ৭ই মার্চের ভাষণ আমাদের প্রেরণা যোগায়। এই বক্তব্য নিয়ে আলোচনা, গবেষণা এবং এর বহুমাত্রিকতা নিয়ে নতুন প্রজন্মের কাছে যেতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সব সময়ের জন্য প্রাসঙ্গিক। আলোচনা অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সভাপতি ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে ব্যবস্থাপনা কমিটি ও সিনিয়র সদস্যবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল