আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ঘরে বাহিরে আওয়ামী লীগ এক এবং অভিন্ন। দলের ভিতরে কোন বিভেদ নেই। বরিশাল সিটি নির্বাচনে নৌকা নির্বাচিত করতে মানুষের দ্বারে দ্বারে ভোট চাইতে শুরু করেছে মহানগর ও জেলা আওয়ামী লীগ। মঙ্গলবার বিকেলে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে মহানগর এবং বিভাগের ৬ জেলা যুবলীগ নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
সভায় সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, বরিশাল সিটি নির্বাচন অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে যুবলীগ। এই নির্বাচন একটি গতিপথ। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বরিশাল সিটি নির্বাচনের গুরুত্ব অপরিসীম।
যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় সভার প্রধান আকর্ষণ বিসিসিতে আওয়ামী লীগ প্রার্থী আবুল খায়ের খোকন সেরনিয়াবাত প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে নৌকা বিজয়ী করার আহবান জানান।
বক্তব্য রাখেন বিশেষ অতিথি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সদস্য গোলাম কবির রাব্বানী চিনু, মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস। এছাড়া স্থানীয় নেতারা সভায় বক্তব্য রাখেন। সভা শেষে নগরীর বান্দ রোডে নৌকার পক্ষে একটি মিছিল করেন নেতাকমীরা। এ সময় নেতাকর্মীরা নৌকার লিফলেট বিতরণ করেন।
বিডি প্রতিদিন/এএ