বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে নেওয়া নিয়ে কমিটি

নিজস্ব প্রতিবেদক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা তুলে দিয়ে ক্লাস মূল্যায়ন করা হবে। এ লক্ষ্যে কর্মপ্রক্রিয়া নির্ধারণ করতে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে এ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। গতকাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিতে গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জি এম হাসিবুল আলমকে প্রধান করা হয়েছে।

সর্বশেষ খবর