সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনের কাজ শুরু হবে আগামী অর্থবছরে। এর মধ্যে জরিপ ও জমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হবে।
পুরনো ঐতিহ্যবাহী বাজারগুলো সংরক্ষণে ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা রয়েছে। গতকাল সকালে সিলেট নগরীর রায়নগরে সওজ, বিআরটিএ ও বিআরটিসির কার্যক্রম নিয়ে গণশুনানি শেষে সাংবাদিকদের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব নজরুল ইসলাম এ কথা বলেন।
সচিব নজরুল ইসলাম জানান, সিলেট-ঢাকা মহাসড়ক চারলেনে উন্নীত করতে যে জরিপ হয়েছিল এখন তা অনেক পরিবর্তন হয়েছে। চারলেনের সঙ্গে এখন সার্ভিস দুই লেনসহ মহাসড়কটি ৬ লেন হবে। সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চালু নিয়ে শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে সচিব বলেন, বেসরকারি বাসে যাত্রীরা ভালো সুযোগ-সুবিধা পান না বলেই তারা বিআরটিসির দাবি জানিয়ে আসছিলেন। যাত্রী সাধারণের দাবির পরিপ্রেক্ষিতেই সিলেট-সুনামগঞ্জ সড়কে বিআরটিসি বাস চালু করা হয়েছে। এটি বন্ধ করার কোনো সুযোগ বা যৌক্তিকতা নেই। যাত্রীদের চাহিদা থাকলে বাসের সংখ্যাও বাড়বে। সিলেটের যেসব স্থানে সওজের জায়গা বেদখল আছে সেগুলো উদ্ধারের নির্দেশ দিয়ে সচিব বলেন, দখলদারদের তালিকা তৈরি করা হবে।
কারও দখলে সওজের এক ইঞ্চি জায়গাও থাকবে না। দখলদারদের উচ্ছেদ করে সওজের জায়গা উদ্ধার করা হবে।
গণশুনানিতে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী এবং সিলেট বিভাগের চার জেলার সওজ, বিআরটিএ ও বিআরটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।