মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১ ০০:০০ টা

ফেঁসে যাচ্ছেন সেই বাড়িওয়ালা

আদালতে মামলা তদন্তে পিবিআই

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ভাড়ার টাকা না পেয়ে ভাড়াটিয়াকে তালাবদ্ধ রাখা ও ওই অবস্থায় বিনা চিকিৎসায় শিশুর মৃত্যুর ঘটনায় বাড়িওয়ালার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল নিহত শিশুর পিতা এমদাদুল ইসলাম বাদী হয়ে মহানগর হাকিম আদালতে এ মামলা করেন। বিচারক ড. আতিকুস সামাদ মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আসামিরা হচ্ছেন- বাড়িওয়ালা নূর ইসলাম (৪০) ও তার পিতা নওশের আলী (৬৫)। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, খুলনার সমন্বয়কারী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত শিশুটির নাম আজিজা তাসনিয়া (ছয় মাস)। জানা যায়, ২০২০ সালের ডিসেম্বর মাসে কাঠের ডিজাইন মিস্ত্রি এমদাদুল ইসলাম ও তার স্ত্রী তামান্না মাসে চার হাজার টাকা চুক্তিতে নগরীর হরিণটানা রিয়াবাজার এলাকায় একতলা বাড়ির দুইটি কক্ষ ভাড়া নেন।  কিন্তু জানুয়ারি মাসের অগ্রিম ভাড়া দিতে না পারায় ৬ জানুয়ারি থেকে ঘরে শিশুসন্তানসহ তামান্নাকে তালাবদ্ধ করে রাখে বাড়িওয়ালার পিতা নওশের। তালাবদ্ধ অবস্থায় ১১ জানুয়ারি শিশুটি খেলতে গিয়ে বালতির পানির মধ্যে উল্টে যায়। শিশুটির মা ওই অবস্থা থেকে তাকে উদ্ধার করলেও বাইরে থেকে ঘর তালাবদ্ধ থাকায় চিকিৎসকের কাছে নিতে পারেননি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর