বুধবার, ১৪ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

জনসন অ্যান্ড জনসনের করোনার টিকাদান স্থগিত করল যুক্তরাজ্য

প্রতিদিন ডেস্ক

জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনার টিকা ব্যবহারে কিছু মানুষের দেহে রক্ত জমাট বেঁধে যাওয়ার অভিযোগ পাওয়ার ঘটনা পর্যালোচনা করে সে টিকাদান কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিল যুক্তরাজ্য সরকার। ১৮ থেকে ৪৮ বছর বয়সী নারীদের এ সমস্যা দেখা গেছে এবং টিকা দেওয়ার ৬ থেকে ১৩ দিন পরে লক্ষণগুলো দেখা যায়। এসব ঘটনা পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইউরোপিয়ান মেডিসিনস এজেন্সি। এর আগে নর্থ ক্যারোলিনায় ১৮ ও কলোরাডোর হাসপাতালে চারজনের পার্শ্বপ্রতিক্রিয়ায় জনসন অ্যান্ড জনসন টিকাদান কর্মসূচি স্থগিত করা হয়েছে। জনসন অ্যান্ড জনসন কভিড টিকা দেওয়ার পর অনেকে বমিভাব ও মাথা ঘোরার কথা জনান। তবে ওয়াকি কাউন্টির স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন এসব প্রতিক্রিয়া সাধারণ ধরনের।

জনসন অ্যান্ড জনসনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের নীতিমালা অনুসরণ করে স্বেচ্ছাসেবকের অসুস্থতার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। এটি মূল্যায়ন করছে স্বতন্ত্র ডেটা সেফটি মনিটরিং বোর্ড (ডিএসএমবি)। এ ছাড়া আমাদের নিজস্ব চিকিৎসকেরাও এ তথ্য মূল্যায়ন করবেন।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর