বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১ ০০:০০ টা

চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার ছাত্রসহ সাতজন আহত হয়েছেন। গতকাল দুপুরে নগরের চকবাজার থানার প্যারেড কর্নার এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রলীগ চট্টগ্রাম কলেজ শাখার সভাপতি মাহমুদুল করিম ও সাধারণ সম্পাদক সুভাষ মল্লিকের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে আহতরা হলেন- ইংরেজি বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল সাইমুন, ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী আবদুল মালেক রুমি, গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আবু তোরাব, একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাফায়েত হোসেন রাজু, ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সিরাজ, একই বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফয়সাল এবং বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শিমু।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া বলেন, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের দুপক্ষের মারামারিতে আহত তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদুল করিম বলেন, কিছু নেতা চকবাজার এলাকায় বেপরোয়া হয়ে গেছেন। কোনো কারণ ছাড়াই আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি। 

সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজ বলেন, কয়েকজন ছেলে বন্ধ হোস্টেলে বসে মাদক সেবন করছিল। সেখান থেকে একজনকে রাম দাসহ আটক করে পুলিশ। পরে তারা উত্তেজিত হয়ে আমাদের ছেলেদের ওপর হামলা চালায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর