বুধবার, ২০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

আজ কোজাগরী লক্ষ্মী পূজা

নিজস্ব প্রতিবেদক

আজ কোজাগরী লক্ষ্মী পূজা। এটি বাঙালি হিন্দুদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতি বছর দুর্গোৎসবের পরবর্তী পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয়। এ পূর্ণিমাকেই বলা হয় কোজাগরী। তাই এ পূজাকে বলা হয় কোজাগরী লক্ষ্মী পূজা। সনাতন ধর্মবিশ্বাস অনুযায়ী লক্ষ্মী হচ্ছেন ধনদৌলত ও সমৃদ্ধির দেবী। সে কারণে বাঙালি হিন্দুদের ঘরে ঘরে পূজিত হন তিনি। ‘কোজাগরী’ কথাটির অর্থ ‘কে জেগে আছ?’ হিন্দু পুরাণ মতে, এ পূর্ণিমা তিথির রাতে দেবী লক্ষ্মী এসে ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। এ রাতে যে ব্যক্তি জেগে দেবীর আরাধনা করেন তার ঘরেই প্রবেশ করেন দেবী লক্ষ্মী। পঞ্জিকা মতে, গতকাল থেকে শুরু হওয়া পূর্ণিমা তিথি আজ রাত ৮টা ছয় মিনিট পর্যন্ত স্থায়ী হবে। এর মধ্যে পুরোহিতরা পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। প্রতিমা পূজার পাশাপাশি বাঙালি হিন্দুদের ঘরে ঘরে অনুষ্ঠিত হয় লক্ষ্মী পূজা। মঙ্গল ঘট স্থাপন করে গৃহকোণে দেবী লক্ষ্মীর আরাধনা করেন ভক্তবৃন্দ। আজ ঢকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত হবে লক্ষ্মী পূজা।

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর