মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

ইবিতে কমেছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কমেছে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা। আগে প্রতি শিক্ষাবর্ষে ১৪ জন করে শিক্ষার্থী ভর্তি হয়েছেন। চলতি শিক্ষাবর্ষে ভর্তি হয়েছেন মাত্র একজন বিদেশি শিক্ষার্থী। টিউশন ফি বৃদ্ধি, সেশনজট, ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্বসহ নানা অব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়টিতে ভর্তিতে অনীহা বিদেশি শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত পাঁচ বছরে বিশ্ববিদ্যালয়ের ¯œাতক, ¯œাতকোত্তর, এমফিল ও পিএইচডিতে মোট ৬০ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হন। বর্তমানে অধ্যয়নরত রয়েছেন ২৬ জন শিক্ষার্থী। করোনাকালে ক্যাম্পাস বন্ধ থাকায় কিছু শিক্ষার্থী অন্য বিশ্ববিদ্যালয়ে চলে গেছেন। তথ্য মতে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অনার্সে ৯, মাস্টার্সে তিন ও পিএইচডিতে চারজনসহ মোট ১৬ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হন।

 ২০১৬-১৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি শুরু হওয়ার পর ২০১৯-২০ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রতি বছর গড়ে প্রায় ১৪ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হন। তবে চলতি শিক্ষাবর্ষে মাত্র একজন ভর্তি হয়েছেন।

এক বিদেশি শিক্ষার্থী বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে আমাদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেওয়া হয় না। স্কলারশিপ নিয়ে ভর্তি হলেও সব ফি গুণতে হয়। আগের মতো সুবিধা পাচ্ছি না। আগে হল ফি ছিল ৫০ ডলার বর্তমানে ২০০ ডলার করে নেওয়া হচ্ছে।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘করোনা পরিস্থিতির কারণে এমনটি হয়েছে। আগামী বছরগুলোতে সংকট কাটিয়ে উঠতে উদ্যোগ নেওয়া হয়েছে।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর