তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর সংস্থাগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে বিভিন্ন পরিচালনা পর্ষদ, কমিটি ও উপকমিটি গঠনের জন্য পাঁচ সদস্যবিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম প্রস্তাব করবে। গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
এদিকে বাংলাদেশে সেন্সর বোর্ড জগতের ইতি ঘটেছে। এর পরিবর্তে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করেছে সরকার। এরই মধ্যে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করা হয়েছে।
সার্চ কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন চলচ্চিত্র নির্মাতা ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. আল আমিন রাকিব (তনয়)। অন্য সদস্যরা হলেন, চলচ্চিত্রকর্মী ও অভিনেতা আবু বকর ওয়াসিফ, চলচ্চিত্র সমালোচক, নির্মাতা ও সমাজকর্মী মো. সাইদুল আলম খান (সাইদ খান সাগর), লেখক, আবৃত্তিশিল্পী, মিডিয়াকর্মী এবং উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ফারাহ্ বিনতে বশির (ফারাহ্ দোলন) এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি ও ফ্যাক্ট চেকার মো. আবদুল্লাহ আল মামুন (তুষার)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তর/সংস্থাগুলোর কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে সংশ্লিষ্ট আইন, বিধি ও নীতিমালার আলোকে বিভিন্ন পরিচালনা পর্ষদ, কমিটি ও উপকমিটি গঠনের লক্ষ্যে ওই পরিচালনা পর্ষদ ও কমিটিগুলোতে দক্ষ ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তি সদস্যের নাম প্রস্তাব করার লক্ষ্যে একটি সার্চ কমিটি গঠন করা হলো। সার্চ কমিটি আগামী ২ (দুই) মাসের মধ্যে প্রয়োজনীয় প্রস্তাব সরকারের কাছে দাখিল করবে।
বিজ্ঞপ্তিতে কমিটির কার্যপরিধি হিসেবে কয়েকটি দিক উল্লেখ করা হয়। সেগুলো হলো- ১. তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড (সাবেক সেন্সর বোর্ড), বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটসহ অন্যান্য দপ্তর/সংস্থার বিভিন্ন পরিচালনা পর্ষদ, কমিটি ও উপ-কমিটি গঠনের লক্ষ্যে সংশ্লিষ্ট ক্ষেত্রে দক্ষ ও যোগ্যতাসম্পন্ন ব্যক্তি সদস্য মনোনয়নের নামের প্রস্তাব মন্ত্রণালয়ে উপস্থাপন। ২. এ কমিটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রাইভেট মিডিয়া (পত্রিকা, টেলিভিশন, অনলাইন পোর্টাল, ওটিটি ইত্যাদির) মধ্যে যোগাযোগ রক্ষা করে উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে।
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন : বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন করা হয়েছে। ১৫ সদস্যবিশিষ্ট চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব।