মজলুম জননেতা মওলানা ভাসানীকে স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা হিসেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির দাবি জানিয়েছেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ-এনসিবি চেয়ারম্যান কাজী ছাব্বীর। তিনি বলেন, ‘মওলানা ভাসানী দীর্ঘ ২৩ বছর পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছেন। তাঁর স্বাধিকার আন্দোলন থেকেই স্বাধীনতা আন্দোলনের সূত্রপাত ঘটে। আগামী প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে পাঠ্যপুস্তকেও তাঁর জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। শিশু কল্যাণ পরিষদে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের স্মৃতিচারণা ও আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
ন্যাশনাল আওয়ামী পার্টি (ভাসানী)-এর চেয়ারম্যান স্বপন সাহার সভাপতিত্বে কবি সানজিদা রসুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ন্যাশনাল আওয়ামী পার্টির সিনিয়র সহসভাপতি নাজিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মুনসুর রহমান প্রমুখ।