আজ সারা দেশের পেট্রোল পাম্প এবং ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকবে। ১০ দফা দাবি বাস্তবায়নে বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদ এ কর্মসূচির ডাক দিয়েছে। এতে আজ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা এই প্রতীকী কর্মসূচি পালন করা হবে বলে পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকদের এই সংগঠন জানিয়েছে। বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনও এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে পাঁচ দফা দাবি জানিয়েছে। তবে সিএনজি স্টেশনগুলোতে আজ জ্বালানি বিক্রি হবে।
কর্মসূচির অংশ হিসেবে আজ ৮ ঘণ্টা দেশের সব পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিকরা কর্মবিরতিতে যাবেন। এই সময় জ্বালানি তেলের উত্তোলন, পরিবহন এবং বিপণন বন্ধ থাকবে। তবে হজ ফ্লাইট এবং আন্তর্জাতিক ফ্লাইট সচল রাখার জন্য বিমানের তেল পরিবহন চালু থাকবে।
বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রবিবার (আজ) সকালে ১০টায় আমাদের সঙ্গে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের একটি বৈঠক হওয়ার কথা আছে। সেক্ষেত্রে আমরা সকাল থেকেই দেশের সব পাম্পে জ্বালানি তেলের বিক্রি, পরিবহন ও উত্তোলন বন্ধ রেখে প্রতীকী কর্মসূচি পালন করব।