দেশের প্রথম প্রসাধনী, পার্সোনাল কেয়ার ও হাইজিন পণ্যের প্রদর্শনীর পর্দা উঠছে আজ। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দুই দিনব্যাপী ‘কসমেটিকা : পার্সোনাল কেয়ার অ্যান্ড হাইজিন শো ২০২৫’ শুরু হবে। প্রদর্শনী বেলা ১১টায় উদ্বোধন হয়ে চলবে রাত ১০টা পর্যন্ত।
বাংলাদেশে অবস্থিত দক্ষিণ কোরিয়ার দূতাবাস, কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি এবং ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন, থাইল্যান্ডের পৃষ্ঠপোষকতায় প্রদর্শনীর শুরু হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। আয়োজকরা জানান, বাংলাদেশে প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যার পণ্য নিয়ে প্রথমবারের মতো এত বড় আয়োজন হতে যাচ্ছে দেশে। বাংলাদেশ ছাড়াও প্রদর্শনীতে অংশ নিচ্ছে কোরিয়া, থাইল্যান্ডসহ বেশ কিছু দেশের প্রখ্যাত সব প্রসাধনী ব্র্যান্ড, প্রস্তুতকারক, সরবরাহকারী, খুচরা বিক্রেতা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দুই দিনের প্রদর্শনীতে থাকবে শতাধিক পণ্যের স্টল, লাইভ ডেমো, বিউটি কনসালটেশন, স্কিন কেয়ার বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং উদ্যোক্তাদের জন্য নেটওয়ার্কিংয়ের সুযোগ। এতে দেশের পার্সোনাল কেয়ার খাতে নতুন বিনিয়োগ, প্রযুক্তি ও ব্যবসায়িক অংশীদারিত্বের পথ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আয়োজক প্রতিষ্ঠান স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তানজিন সুলতানা প্রিয়াংকা বলেন, ‘দেশে প্রথমবারের মতো কসমেটিকস ও পার্সোনাল হাইজিন পণ্য নিয়ে এমন আয়োজন থেকে আমরা চেষ্টা করছি এ খাতের সব ধরনের স্টেকহোল্ডারকে একত্র করার।