চীনের হুবেই প্রদেশে (যেখানে করোনা প্রথম শনাক্ত হয় এবং ছড়িয়ে পড়ে) টানা পাঁচ দিনে নতুন করে কেউ আক্রান্ত হয়নি।
তবে গতকাল রবিবার চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, দেশেটিতে করোনা আক্রান্ত হয়েছেন আরও অন্তত ৩৯ জন।
প্রসঙ্গত, শুধু হবেই নয়, চীনের মূল ভূখণ্ডে কোনো রোগী পাওয়া যায়নি। গত ২৪ ঘণ্টায় যারা নতুন যোগ হয়েছে তারা চীনের বাইরে থেকে এসেছে।
জানা গেছে, হুবেই প্রদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে তিন হাজারের বেশি মানুষ।
বিডি প্রতিদিন/ওয়াসিফ