ব্রাহ্মণবাড়িয়ায় শিশুসহ ২ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় শনাক্তের সংখ্যা ১৬ জন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে ১জনের বাড়ি জেলার আখাউড়া ও ১ জনের বাড়ি নাসিরনগর উপজেলায়। এরমধ্যে একজন নাসিরনগরে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া প্রবাসীর ৩ বছরের শিশু রয়েছে। এর আগে ওই প্রবাসীর স্ত্রী ও ভাইও করোনায় আক্রান্ত হয়েছে।
এদিকে শুক্রবার দুপুরে ভারতে আটকেপড়া আরও ৭ জন বাংলাদেশি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। ভারতের আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট হয়ে দেশে ফেরেন তারা। এদের মধ্যে ২ জনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, ২ জনের কিশোরগঞ্জ, ২ জন ঢাকা এবং ১ জনের বাড়ি কুমিল্লায়। চেকপোস্ট থেকে তাদেরকে জেলার বিজয়গর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল