চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরার ওপর জোর দেওয়া হচ্ছে। কারণ হাঁচি-কাশির মাধ্যমে ছাড়ানো এই ভাইরাস রোধে মাস্কের বিকল্প নেই। বাংলাদেশেও মাস্ক পরা নিয়ে কঠোর নির্দেশনা রয়েছে। এবার লন্ডবে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। দেশটিতে করোনার প্রকোপ বাড়তে থাকায় লোকজনকে অবশ্যই মাস্ক পরতে হবে বলে নির্দেশনা দেয়া হয়েছে।
লন্ডনের মেয়রের বরাত দিয়ে আল জাজিরার খবরে বলা হয়, লন্ডবে পরিবহন কাজে কিংবা বাজারের জন্য আসা মানুষদের অবশ্যই মাস্ক পরতে হবে। লন্ডনের মেয়র সাদিক খান মুখে মাস্ক পরাকে বাধ্যতামূলক ঘোষণা করেন।
সাদিক খান বিবিসিকে বলেন, যেসব জায়গায় সামাজিক দূরত্ব মেনে চলা যায় না সে সব জায়গার জন্য মাস্ক পড়া কিংবা এমন কিছু পড়া যেটা মুখমণ্ডলকে সুরক্ষিত রাখবে।
তিনি আরও জানান, বিশ্বজুড়ে এমন অনেক উদাহরণ রয়েছে যে, মুখে মাস্ক পড়ে থাকলে ভাইরাসের বিস্তর রোধ করা যায়।
এদিকে, যখন কমপক্ষে ৬ ফুট দূরত্ব রেখে চলা সম্ভব হবে না তখন মুখে মুখোশ পরাকে বিকল্প হিসেবে ঘোষণা দিয়েছে নিউইয়র্ক।
বিডি প্রতিদিন/এনায়েত করিম