৩ জুন, ২০২০ ০৮:৪০

করোনায় আক্রান্ত হয়ে বন কর্মকর্তার মৃত্যু

অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত হয়ে বন কর্মকর্তার মৃত্যু

করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের লিংকরোড স্টেশন কর্মকর্তা ফরেস্টার শফিউর রহমানের (৫৪) মৃত্যু হয়েছে। 

মৃত শফিউরের গ্রামের বাড়ি নওগার নিয়ামতপুর। তিনি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের লিংকরোড স্টেশন কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।

মঙ্গলবার (২ জুন) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. হুমায়ন কবির এসব তথ্য নিশ্চিত করে জানান, অসুস্থবোধ করায় ঈদুল ফিতরের পরের দিন ছুটি নিয়ে তার নিজ বাড়িতে চলে যান শফিউর রহমান। সেখানে গিয়ে তার শ্বাসকষ্ট, গলা ব্যথা ও জ্বর তীব্র হয়। এ অবস্থায় তাকে রামেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। গত ৩১ মে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

সর্বশেষ খবর