সোমবার, ২০ জুন, ২০১৬ ০০:০০ টা

জেলায় জেলায় গুপ্তহত্যা জঙ্গিবাদের প্রতিবাদ

‘জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র প্রতিহত করা হবে’

প্রতিদিন ডেস্ক

দেশব্যাপী গুপ্তহত্যা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষমতাসীন ১৪ দল। জেলা-উপজেলায় গতকালের এ কর্মসূচিতে অংশ নেন জোটের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন। বক্তারা দাবি করেন খালেদা জিয়ার মদদে জামায়াত-শিবির গুপ্ত হত্যা চালাচ্ছে। এর মাধ্যমে সরকারকে লক্ষ্য থেকে দূরে সরিয়ে আনা যাবে না। ১৪ দলীয় জোট জনগণকে সঙ্গে নিয়ে এ ষড়যন্ত্র কঠোরভাবে দমন করা হবে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর— রাজশাহী : নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে মানববন্ধনে নগর ১৪ দলের সমন্বয়ক ও নগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে বক্তব্য দেন ফজলে হোসেন বাদশা এমপি, ডাবলু সরকার, লিয়াকত আলী লিকু। বরিশাল : নগরীর অশ্বিনী কুমার হলের সামনে জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আনিছের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তৃতা করেন আফজালুল করীম, সাদিক আবদুল্লাহ, আনিছ উদ্দিন শহিদ, মজিবর রহমান। রংপুর : নগরীর কাচারী বাজারে মানববন্ধন শেষে মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বক্তব্য দেন রেজাউল করিম রাজু, মোতাহার হোসেন মণ্ডল মওলা, সাফিউর রহমান সাফি। ময়মনসিংহ : নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধনে সভাপতিত্ব করেন অ্যাড. গিয়াস উদ্দিন। বক্তৃতা করেন এহতেশামুল আলম, অ্যাড. সাদিক হোসেন, হোসাইন জাহাঙ্গীর বাবু। কুমিল্লা : জেলার কান্দিরপাড় পূবালী চত্বরে মানববন্ধনে দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন। বক্তৃতা করেন ওমর ফারুক, আবুল কাশেম রৌশন, জাকির হোসেন। গোপালগঞ্জ : জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে মাহবুব আলি খান, কাজী লিয়াকত আলি, রফিকুল ইসলাম মিটুসহ ১৪ দলের নেতারা বক্তৃতা করেন। গাজীপুর : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের গাজীপুর ইউনিট কমান্ডের উদ্যোগে জয়দেবপুরের ভাওয়াল রাজবাড়ি সড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সাবেক এমপি কাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য দেন এসএম মজিবুর রহমান, মোহর আলী, আবু হানিফ। ধামরাই : ধামরাই উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় এমপি আলহাজ এমএ মালেকের নেতৃত্বে  এবং পৌরসভায় মেয়র গোলাম কবিরের নেতৃত্বে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ভোলা : জেলা আওয়ামী লীগ কার্যলয়ের সামনে মানববন্ধনে মোশারেফ হোসেন, দোস্ত মাহমুদ, আনোয়ার হোসেন বক্তব্য দেন। দিনাজপুর : জেলা শহরের বাহাদুর বাজার এলাকায় মানববন্ধনে সভাপতিত্ব করেন আজিজুল ইমাম চৌধুরী। ঝিনাইদহ : শহরের পায়রা চত্বরে মানববন্ধনে আব্দুল হাই এমপির সভাপতিত্বে বক্তব্য দেন সাইদুল করিম মিন্টু, বাদশা আলম, গোলাম সরোয়ার সওদ। নেত্রকোনা : স্থানীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে বক্তব্য দেন সাবেক এমপি আশরাফ আলী খান খসরু, নুরুল আমিন, আইয়ুব আলী। নীলফামারী : শহরের স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে মানববন্ধনে অ্যাড. মমতাজুল হকের সভাপতিত্বে তপন কুমার রায়, অ্যাড. অক্ষয় কুমার, আবুজার রহমান বক্তৃতা করেন। পিরোজপুর : টাউন ক্লাব সড়কে মানববন্ধনে বক্তব্য দেন পৌরমেয়র হাবিবুর রহমান মালেক, হাকিম হাওলাদার, বিমল চন্দ্র মণ্ডল। ব্রাহ্মণবাড়িয়া : প্রেসক্লাবের সামনে মানববন্ধনে আল মামুন সরকারের সভাপতিত্বে বক্তব্য দেন মিসেস নায়ার কবির, হেলাল উদ্দিন, অ্যাড. কাজী মাসুদ। পঞ্চগড় : শের-ই-বাংলা পার্ক সংলগ্ন মহাসড়কে মানববন্ধনে বক্তব্য দেন অ্যাড. নূরুল ইসলাম সুজন এমপি, আনোয়ার সাদাত সম্রাট, আব্দুল মজিদ বাবুল। খাগড়াছড়ি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম গ্রুপ পৌর শাপলা চত্বরে মানববন্ধন করে। বক্তব্য দেন জাহেদুল আলম, রইছ উদ্দিন। এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার গ্রুপের পৃথক মানববন্ধনে রণ বিক্রম কিশোর ত্রিপুরা, নির্মলেন্দু চৌধুরী বক্তব্য দেন। কিশোরগঞ্জ : শহরের স্টেশন সড়কে কর্মসূচিতে নেতৃত্ব দেন অ্যাড. কামরুল আহসান শাহজাহান ও অ্যাড. এমএ আফজল। নোয়াখালী : জেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তব্য দেন বিমলেন্দু মজুমদার, অ্যাড. এমদাদ হোসেন কৈশোর, খালেদ মোশারফ রাজু প্রমুখ। ঠাকুরগাঁও : দলীয় কার্যালয়েরে সামনে কর্মসূচি চলাকালে সাদেক কুরাইশী, মাহবুবুর রহমান খোকন, জীতেন্দ্রনাথ রায়।

সর্বশেষ খবর