চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসয়ী আলহাজ মো. এরফান আলী। গতকাল চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে এই ঘোষণা দেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ সোলাইমান বিশু। নির্বাচিত অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ মো. আবদুল হান্নান হানু, সহ-সভাপতি মনোয়ারুল ইসলাম ডালিম, পরিচালকরা হলেন- আহসান হাবিব, কামরুল আরেফিন বুলু, মহসিন আলী-১, মহসিন আলী-২, মাইনুল ইসলাম, রেজাউল করিম, শাহজাহান আলী, জামাল উদ্দিন, আবদুল আওয়াল, শহীদুল ইসলাম শহীদ, রুহুল হোদা, বাহরাম আলী, উজায়ের হোসেন, এম কোরাইশী মিলু, গোলাব হোসেন, ওবাইদুল ইসলাম, আবদুল মালেক, কবিরুর রহমান খান ও এফকেএম লুত্ফর রহমান ফিরোজ। গত বৃহস্পতিবার দ্বি-বার্ষিক নির্বাচনে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।