বয়স ৯৫। চোখে দেখেন একেবারে কম। সামান্য হাঁটাচলা করতে পারলেও ভারী কোনো কাজ করতে পারেন না। শরীরে বাসা বেঁধেছে অসুখ। কিন্তু ওষুধ কেনার সামর্থ্য নেই। এত সবের পরও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ গ্রামের এ হতদরিদ্র, বিধবা রিজিয়া বেগমের ভাগ্যে জুটেনি বয়স্ক কিংবা বিধবা ভাতার কার্ড। খোঁজ নিয়ে জানা যায়, বুড়াইচ ইউনিয়নের খালবাড়িয়া গ্রামের মধুমতি চরে জরাজীর্ণ ছাপরা ঘরে বসবাস রিজিয়ার। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম তারিখ ১৯২২ সালের ১০ ফেব্রুয়ারি। পুরো নাম নুরজাহান বেগম ওরফে রিজিয়া। ২০ বছর আগে স্বামী আজাহার মোল্যাকে হারান। সেই থেকে দুই ছেলে ও তিন মেয়েকে নিয়ে নিরন্তর সংগ্রাম করে চলেছেন। বৃদ্ধা রিজিয়া বেগম জানান, বয়স্ক ভাতার কার্ডের জন্য চার হাজার টাকা লাগে। টাকা দিতে পারি না বলে কার্ড পাই না। ইউপি সদস্য খান নজরুল ইসলাম জানান, বয়স্ক ভাতার কেন? কোনো কার্ড করতেই টাকা নেওয়া হয় না। বুড়াইচ ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব পান্নু মিয়া বলেন, ‘আমার কাছে রিজিয়া বেগমের নামে কোনো আবেদন আসেনি। আবেদন পেলে তাকে কার্ড দেওয়াার ব্যবস্থা করে দেব।’