সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ টা

সুষ্ঠু নির্বাচন করার নির্দেশ হাই কোর্টের

মোরেলগঞ্জ প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল দুপুরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও জেবিএম হাসানের যৌথ বেঞ্চ প্রধান নির্বাচন কমিশনার ও সংশ্লিষ্ট সবার প্রতি এ আদেশ দেন। বিএনপির প্রার্থী বদিউজ্জামান খান নির্বাচনী মাঠে স্বাভাবিকভাবে কাজ করতে না পারায় গত ১৪ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট পিটিশনটি করেন। ৬ মার্চ এখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সব প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি ও অবাধ, সুষ্ঠু, সুন্দর পরিবেশে ভোটদানের ব্যবস্থা করার নির্দেশও দেওয়া হয়েছে রিট পিটিশনটির আদেশে। বাগেরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু ও নির্বাচন সমন্বয়কারী বিএনপি নেতা কাজী খায়রুজ্জামান শিপন এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা বাদল চন্দ্র অধিকারী বলেন, ‘হাইকোর্টের একটি আদেশের কথা মুখে মুখে শুনেছি। আনুষ্ঠানিকভাবে বা অফিসিয়াললি এখনো কোনো কাগজপত্র পাইনি।

সর্বশেষ খবর