ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে গতকাল নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক ছুটির দিনে নৌকাবাইচ দেখতে নারী-পুরুষের ছিল উপচে পড়া ভিড়। নৌকাবাইচে জেলার বিভিন্ন এলাকার ১১টি সুসজ্জিত নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়। বিকাল সাড়ে ৩টার দিকে শহরের শিমরাইলকান্দি শ্মশান ঘাট থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পি, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (ভারপ্রাপ্ত সচিব) মো. মোশারফ হোসেন, পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. তৌফিকুর রহমান তপু, পৌর মেয়র মিসেস নায়ার কবির প্রমুখ। প্রতিযোগিতায় প্রথম হয়ে জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির নৌকাকে ফ্রিজ, বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের সারোয়ার চেয়ারম্যানের নৌকা দ্বিতীয় স্থান লাভ করলে তাকে টেলিভিশন এবং হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামের নৌকা তৃতীয় স্থান লাভ করে পায় টেলিভিশন।

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা —বাংলাদেশ প্রতিদিন