রাজশাহীর মোহনপুর উপজেলায় গতকাল সকালে ধানবোঝাই ট্রাক উল্টে দুই ভাই নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালকসহ আরও দুজন। নিহতরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর এলাকার পলান সরকারের ছেলে মোহন (২৮) ও তার চাচাতো ভাই রাশেদ (২৩)। টাঙ্গাইল : দেলদুয়ারে দুই সিএনজি অটোরিকশার সংঘর্ষে শামিমা আক্তার বীথি (১৮) নামে এক কিশোরী নিহত হয়েছেন। উপজেলার এলাসিন-টাঙ্গাইল সড়কের আটিয়া মাজার রোড মোড়ে গতকাল এ দুর্ঘটনা ঘটে। শামিমা দেলদুয়ার উপজেলার ঝুনকাই গ্রামের শওকত মল্লিকের মেয়ে ও একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। চট্টগ্রাম : বাসচাপায় মারা গেছেন মো. আজাদ নামে এক পাঠাও চালক। এ সময় তার সঙ্গে থাকা যাত্রী ইমরান আহত হন। চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাদ বাকলিয়া কালামিয়া বাজার এলাকার আবুল কাশেমের ছেলে। লালমনিরহাট : কালীগঞ্জে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ঘরে ঢুকে যায়। এ সময় চাকায় পিষ্ট হয়ে মারা যান ঘরে থাকা রোকেয়া বেগম (৪৫) নামে এক গৃহবধূ। আহত হয়েছেন তার দুই মেয়ে। লালমনিরহাট-বুড়ীমারী মহাসড়কের গুরাতিপাড়ায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহত রোকেয়া গুরাতিপাড়ার লতিফ মিয়ার স্ত্রী। চুয়াডাঙ্গা : সদর উপজেলার জাফরপুরে রাস্তা থেকে অজ্ঞাত পরিচয় নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে।