কুমিল্লায় ব্যাংকের টাকা চুরির ঘটনা বাড়ছে। এ নিয়ে মামলা হলেও হদিস মেলে না কোনো আসামির। উদ্ধার হয় না চুরি যাওয়া টাকা। গত আট মাসে কুমিল্লা চৌদ্দগ্রামে কৃষি ব্যাংকের মিয়ার বাজার, পূবালী ব্যাংক নগরীর কান্দিরপাড় শাখার এটিএম বুথ এবং দেবিদ্বারের ধামতী কৃষি ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। ব্যাংকের টাকা চুরির ঘটনার পর জেলা পুলিশসহ প্রশাসনের বিভিন্ন সংস্থা ঘটনাস্থল পরিদর্শন ও তদন্ত করে। ব্যাংক কর্তৃপক্ষ থানায় মামলা করলেও ঘটনায় জড়িত আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। জানা যায়, সব শেষ গত মঙ্গলবার চৌদ্দগ্রাম উপজেলার কৃষি ব্যাংক মিয়াবাজার শাখার জানালার গ্রিল কেটে আলমারির তালা ভেঙে ১১ লাখ ১৫ হাজার টাকা চুরি যায়। এ ঘটনায় পরদিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করেন ব্যাংকের ব্যবস্থাপক সাকিব সালেহীন। এর আগে ১৬ নভেম্বর রাতে পূবালী ব্যাংকের কুমিল্লার প্রধান শাখা কান্দিরপাড় এটিএম বুথের মেশিন থেকে চুরি হয় তিন লাখ ৩০ হাজার টাকা। অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে বুথের মেশিন খুলে একজন ব্যক্তি এই টাকা চুরি করে-যা সিসিটিভির ফুটেজে শনাক্ত করা হয়। এ ঘটনার চার দিন পর কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন শাখার ব্যবস্থাপক মাইনুল ইসলাম। মামলাটি ডিবিতে রয়েছে। ঘটনার ১৫ দিন অতিবাহিত হলেও কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ছাড়া গত ২৯ মে দেবিদ্বারে কৃষি ব্যাংকের জানালার গ্রিল কেটে ভল্ট ভেঙে প্রায় ৫ লাখ ৮৮ হাজার টাকা নিয়ে যায় চোরেরা। ঘটনাটি ঘটে উপজেলার ধামতী আলিয়া কামিল মাদ্রাসা কৃষি ব্যাংক শাখায়। ওই ঘটনায়ও এখন পর্যন্ত কাউকে আটক বা চুরি যাওয়া টাকা উদ্ধার হয়নি। ব্যাংকের শাখা ব্যবস্থাপক শেখ মাহবুব হোসেন জানান, চুরির ঘটনায় দেবিদ্বার থানায় মামলা হয়েছে। পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘ব্যাংকের চুরির বিষয় নিয়ে আমরা কাজ করছি। আশা করছি দ্রুত সফলতা পাব।’ ব্যাংক কর্তৃপক্ষকে আরও সচেতন হওয়া প্রয়োজন বলে জানান তিনি।
শিরোনাম
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
কুমিল্লায় বাড়ছে ব্যাংকে চুরি
উদ্ধার হয় না টাকা, হদিস নেই আসামির
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর