রবিবার, ১২ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

কাঁচামালের মূল্য বৃদ্ধিতে বেকারি মালিকদের উদ্বেগ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

বেকারি শিল্পের কাঁচামালের অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন রংপুর বিভাগীয় বেকারি শিল্প মালিকরা। কাঁচামালের মূল্য না কমলে অনেক বেকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে। ফলে এর সঙ্গে জড়িত হাজার হাজার শ্রমিক বেকার হয়ে যাবে। তাই এ ক্ষুদ্র শিল্পকে বাঁচাতে কাঁচামালের বাজার নিয়ন্ত্রণে দ্রুত সরকারের হস্তক্ষেপ প্রয়োজন। শুক্রবার বিকালে সৈয়দপুরে অনুষ্ঠিত বাংলাদেশ ব্রেড, বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতির রংপুর বিভাগীয় সভায় ওই উদ্বেগ ব্যক্ত করা হয়।

শহরের ইকু হেরিটেজ অ্যান্ড রিসোর্ট মিলনায়তনে আয়োজিত সভায় রংপুর বিভাগের ৮ জেলার নেতারা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন আখতার সিদ্দিকী পাপ্পু। সভায় মুখ্য আলোচক ছিলেন মাকসুদুল আলম পাটোয়ারী। আলোচনা করেন রিয়াজ শাহিদ শোভন ও সাইফুল্লাহ।

সর্বশেষ খবর