বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

নাক চেপে যেতে হয় স্কুলে!

টাঙ্গাইল প্রতিনিধি

নাক চেপে যেতে হয় স্কুলে!

পুষ্টকামুরী প্রাথমিক স্কুলের নোংরা বেসিন

কাগজে-কলমে মডেল, বাইরে থেকে দেখেও তাই মনে হয়। ভিতরে যেতে হয় নাক-মুখ চেপে। আর ভিতরে গেলেই ফুটে উঠে আসল চিত্র। বলা হচ্ছে উপজেলা সদরের পুষ্টকামুরী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কথা। এ স্কুলে দুর্গন্ধযুক্ত টয়লেট এবং বেসিন ব্যবহারের কারণে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে শিক্ষার্থীরা। অপরিচ্ছন্ন ও দুর্গন্ধযুক্ত টয়লেট পুরো বিদ্যালয়ের পরিবেশ নষ্ট করছে বলে জানান শিক্ষার্থী-অভিভাবকরা। বিদ্যালয়টিতে বর্তমানে ৬১২ শিক্ষার্থী রয়েছে। কয়েক বছর আগে বিদ্যালয়টির নতুন ভবন নির্মিত হয়। তখন নির্মাণ করা হয় স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা। কিন্তু বর্তমানে বিদ্যালয়ের ফটকের সামনে রয়েছে ময়লার স্তূপ। অসহনীয় দুর্গন্ধে নাক মুখ চেপে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের স্কুলে ঢুকতে হয়। এ ছাড়া বিদ্যালয়ের চারতলা ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলার অস্বাস্থ্যকর টয়লেট এবং বেসিন খুবই নোংরা। টয়লেট ও বেসিনের পানি শ্রেণিকক্ষে আসায় শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে নষ্ট হচ্ছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর