শিরোনাম
সোমবার, ১৩ জুলাই, ২০২০ ০০:০০ টা

খাল ও ডোবায় দুই লাশ

প্রতিদিন ডেস্ক

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের আতাকাঠী গ্রামের ডোবা থেকে ইমরান (২৫) নামে এক যুবকের মরদেহ গতকাল উদ্ধার করেছে পুলিশ। ইমরান ওই গ্রামের বাবুল হাওলাদারের ছেলে। তাকে হত্যা করে ডোবায় মরদেহ ফেলে রাখা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। পুলিশ জানায়, লাশ উদ্ধারের সময় ইমরান বিবস্ত্র ছিল এবং তার গলায় ফাঁসের দাগ রয়েছে। পরিবারের অভিযোগ থাকলে বিষয়টি খতিয়ে দেখা হবে। এদিকে নারায়ণগঞ্জ শহরের সংস্কারাধীন বাবুরাইল খাল থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ গতকাল দুপুরে উদ্ধার করেছে পুলিশ। মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, নিহতের শরীরে আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর