মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১ ০০:০০ টা

করোনা পরীক্ষার আড়াই কোটি টাকা নিয়ে পলাতক

শোকজ মেডিকেল টেকনোলজিস্টকে

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনার নমুনা পরীক্ষায় প্রায় আড়াই কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটি অর্থ আত্মসাতে জড়িত মেডিকেল টেকনোলজিস্ট প্রকাশ কুমার দাসকে শোকজ করেছে। ঘটনা জানাজানির পর থেকে প্রকাশ কুমার পলাতক রয়েছেন।  তিনি যাতে বিদেশে টাকা পাচার বা দেশ থেকে পালাতে না পারেন এজন্য ব্যবস্থা নিতে পুলিশের কাছে আবেদন করা হয়েছে। খুলনা জেনারেল হাসপাতালে ২০২০ সালের ২ জুলাই থেকে নমুনা পরীক্ষা শুরু হয়। বিদেশগামীদের নমুনা পরীক্ষায় ওই সময় সাড়ে তিন হাজার, অন্যদের পরীক্ষায় কেন্দ্রে ৩০০ ও বাসায় গিয়ে পরীক্ষায় ৫০০ টাকা নেওয়া হতো। প্রকাশ কুমার নমুনা পরীক্ষার টাকা আদায় ও চালানের মাধ্যমে তার সিভিল সার্জন অফিসের হিসাবরক্ষকের কাছে জমা দিত। গত আগস্টে আদায় করা টাকার গরমিল ধরা পড়ে।

সর্বশেষ খবর