মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গতকাল সারা দেশে নানা কর্মসূচি পালন করা হয়েছে। এর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, র্যালি, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। প্রতিনিধিদের খবর- গাজীপুর : শহরের শহীদ স্মৃতিস্তম্ভ এবং জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আওয়ামী লীগ নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে নানা কর্মসূচি পালন করেন। শহীদ বরকত স্টেডিয়ামে কুচকাওয়াজ, বঙ্গতাজ অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। কিশোরগঞ্জ : বিভিন্ন প্রতিষ্ঠানে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। গুরুদয়াল সরকারি কলেজের স্মৃতিসৌধে জেলা প্রশাসকের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে কুচকাওয়াজ, শরীরচর্চা ও জাতীয় সংগীত পরিবেশন হয়। শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের দেওয়া হয় সংবর্ধনা। মুন্সীগঞ্জ : স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান অ্যাড. মৃণাল কান্তি দাস এমপি। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জেলা পরিষদের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। নরসিংদী : শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। টাঙ্গাইল : জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ বেদিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। নেত্রকোনা : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ স্মৃতিস্তম্ভে। এ ছাড়া মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। চাঁদপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক সেমিনার হয়। জেলা জজ আদালত সম্মেলন কক্ষে চাঁদপুর বিচার বিভাগ আয়োজিত সেমিনারে অংশ নেন বিচারকসহ জেলা আইনজীবী সমিতির নেতারা। মৌলভীবাজার : কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, পুলিশ সুপারসহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। শেরপুর : মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। মানিকগঞ্জ : কেন্দ্রীয় শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ, মানিকগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ।
শিরোনাম
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
- বগুড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩টি পরিবারের পাশে তারেক রহমান
- ক্লিন সিটি গড়তে নতুন ল্যান্ডফিল্ড কেনা হবে: মেয়র
- আলোচনা ছাড়া কর্মসূচি গণতন্ত্রের জন্য শুভ নয় : মির্জা ফখরুল
- বলিভিয়ায় বাল্যবিবাহ বন্ধে আইন পাস
- বিদ্যালয়ে ঘুষকাণ্ড: অফিস সহায়ককে বের করে দেওয়ার অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
- ২০২৬ সালের অমর একুশে বইমেলা শুরু ১৭ ডিসেম্বর
- বগুড়ায় খাবার অযোগ্য বিট লবণ জব্দ, লাখ টাকা জরিমানা
- শ্রীপুরে উপজেলা আন্তঃস্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
- ফিলিস্তিনপন্থী নেতা মাহমুদ খলিলকে আলজেরিয়া অথবা সিরিয়াতে প্রত্যাবর্তনের নির্দেশ
- একই সঙ্গে কুরআনের হাফেজ হলেন দুই ভাই
- ফ্রান্সে পেশাজীবী সংগঠনগুলোর ধর্মঘট, চাপে ম্যাক্রো
- ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক শফিকুর রহমানের স্মরণে শোকসভা
- নির্বাচন কমিশনের হাতেই থাকছে জাতীয় পরিচয়পত্র
- এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, বাড়ছে বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা
- কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজে নবীনবরন অনুষ্ঠিত
স্মরণে শ্রদ্ধায় স্বাধীনতা দিবস উদযাপন
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর