মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে গতকাল সারা দেশে নানা কর্মসূচি পালন করা হয়েছে। এর মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি এবং শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, র্যালি, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা। প্রতিনিধিদের খবর- গাজীপুর : শহরের শহীদ স্মৃতিস্তম্ভ এবং জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আওয়ামী লীগ নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের সামনে নানা কর্মসূচি পালন করেন। শহীদ বরকত স্টেডিয়ামে কুচকাওয়াজ, বঙ্গতাজ অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। কিশোরগঞ্জ : বিভিন্ন প্রতিষ্ঠানে উত্তোলন করা হয় জাতীয় পতাকা। গুরুদয়াল সরকারি কলেজের স্মৃতিসৌধে জেলা প্রশাসকের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে কুচকাওয়াজ, শরীরচর্চা ও জাতীয় সংগীত পরিবেশন হয়। শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের দেওয়া হয় সংবর্ধনা। মুন্সীগঞ্জ : স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান অ্যাড. মৃণাল কান্তি দাস এমপি। পরে জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, বিএনপি, জেলা পরিষদের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। নরসিংদী : শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। টাঙ্গাইল : জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শহীদ বেদিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। নেত্রকোনা : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু ফুল দিয়ে শ্রদ্ধা জানান শহীদ স্মৃতিস্তম্ভে। এ ছাড়া মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। চাঁদপুর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক সেমিনার হয়। জেলা জজ আদালত সম্মেলন কক্ষে চাঁদপুর বিচার বিভাগ আয়োজিত সেমিনারে অংশ নেন বিচারকসহ জেলা আইনজীবী সমিতির নেতারা। মৌলভীবাজার : কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য নেছার আহমদ, জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, পুলিশ সুপারসহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। শেরপুর : মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানান জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক ও পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। মানিকগঞ্জ : কেন্দ্রীয় শহীদ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ, মানিকগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ।
শিরোনাম
- বাসের রেষারেষিতে জাবি শিক্ষার্থীর বাবার মৃত্যু, মৌমিতার ১০ বাস আটক
- লুট হওয়া অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
- কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন
- রামপুরায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
- শিবচরে সরকারি হাসপাতালে রোগীদের খাবার দিতে বিলম্ব, স্বজনদের ক্ষোভ
- ডেমরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
- কারাগারে আবুল বারকাত
- চুরি-ডাকাতি ও চাঁদাবাজির প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন
- সাফে শ্রীলঙ্কাকে ৯ গোলে বিধ্বস্ত করলো বাংলাদেশ
- শিবচরে আড়িয়াল খাঁ নদের সেতুর কাছে ভাঙছে পাড়
- বিদেশি নারী ধর্ষণ: কে-পপ তারকার সাজা অর্ধেক করল আদাল
- আওয়ামী লীগ জাতীয় সংসদকে অপবিত্র করেছে : আলাল
- হিলি স্থলবন্দর দিয়ে আট মাস পর কাঁচামরিচ আমদানি শুরু
- এসএসসিতে গোপালগঞ্জে সেরা ‘রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ’
- রাজবাড়ীতে ওজোপাডিকোর কর্মচারী গ্রেফতার
- উরি র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
- শেরপুর সীমান্ত দিয়ে ভারত থেকে ১০ জনকে পুশইন
- টঙ্গীতে ছিনতাইকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন
- প্রথমবারের মতো সৌর শক্তি ইইউ’র বৃহত্তম একক শক্তির উৎসে পরিণত
- গাইবান্ধার দুই এমপিওভুক্ত বিদ্যালয়ে এসএসসিতে শতভাগ ফেল