সোমবার, ২৮ মার্চ, ২০২২ ০০:০০ টা

দৌলতদিয়ায় ভোগান্তি

রাজবাড়ী প্রতিনিধি

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ী দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। প্রায় ১ মাস ধরে এ রুটে ফেরি চলাচলে বিঘ্ন ঘটার কারণে পদ্মা পাড়ে যাত্রী ও চালকদের ভোগান্তি বেড়েছে বহুগুণ। গত কয়েকদিন ধরে যাত্রী ও চালকদের ভোগান্তির কথা বিবেচনা করে ফেরি বৃদ্ধির কথা জানায় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ফেরি বৃদ্ধি না করার কারণে যাত্রী ও যানবাহন পারাপারে ভোগান্তি আরও বেড়েছে। গতকাল দুপুরে ফেরিঘাট এলাকায় দেখা যায়, দৌলতদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে ফেরিপারের অপেক্ষায় সিরিয়ালে রয়েছে ৭০০ শতাধিক যানবাহন।

জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের তথ্যমতে, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কে ৫ শতাধিক যাত্রীবাহী বাস ও পণ্যবাহী পরিবহন এছাড়া রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ফেরিপারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক যানবাহন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর