শনিবার, ৭ মে, ২০২২ ০০:০০ টা

সাত জেলায় ১১ জনের প্রাণহানি

কুষ্টিয়ায় ট্রাকচাপায় প্রাণ গেল মা ও ছেলের

প্রতিদিন ডেস্ক

সাত জেলায় ১১ জনের প্রাণহানি

কুষ্টিয়ায় গতকাল ট্রাকচাপায় মা ও ছেলে নিহত হয়েছেন। একই দিন দেশের আরও সাত জেলায় নিহত হয়েছেন দুই বন্ধুসহ আরও নয়জন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

কুষ্টিয়া : সকালে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বটতৈলে ট্রাকচাপায় নিহতরা হলেন অঞ্জনা খাতুন ও তার ছেলে ইফতিয়াজ।

মাদারীপুর : মাদারীপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আশিক মিয়া (২৫) ও শাহাদাৎ হোসেন (২৮)।

চাঁপাইনবাবগঞ্জ : সকালে সদর উপজেলার আমনুরা বালিকাপাড়া মোড় এলাকায় অটোরিকশার ধাক্কায় সামিয়া সিফা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শিফা রাজশাহীর রায়হানের মেয়ে। একই সময় অটো ভ্যান মোটরসাইকেল সংঘর্ষে নিহত হয়েছেন ভ্যানযাত্রী আব্দুর রশিদ (৫৮)।

চট্টগ্রাম : মিরসরাইয়ে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় মোমিন উল্লাহ (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজারের বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি মিরসরাই সদর ইউনিয়নে।

কুমিল্লা : গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত তাহমিনা আক্তার (৬) উপজেলার ডিমাতলী গ্রামের রহমান মিয়ার ভাড়াটিয়া ফুল মিয়ার মেয়ে।

জয়পুরহাট : পাঁচবিবিতে ট্রাক, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুপুরে পাঁচবিবি উপজেলার শিমুলতলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জামালপুর : সকালে সদর উপজেলায় পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে নেওয়াজ আহমেদ (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন। নিহত নেওয়াজ ইসলামপুর বাজারের জাহাঙ্গীর আলমের ছেলে।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের উথলীতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাজু হোসেন (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। দুপুরে জীবননগর উপজেলার উথলী ফুড পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ : ফুলপুর উপজেলার ইমাদপুরে সকালে চার বাস ও এক প্রাইভেটকারের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন।

সর্বশেষ খবর