শুক্রবার, ২৪ জুন, ২০২২ ০০:০০ টা

রাস্তা সংস্কারে অনিয়ম স্থানীয়দের মানববন্ধন

নাটোর প্রতিনিধি

সিংড়ায় চৌগ্রাম বাসস্ট্যান্ড থেকে নিমাকদমা বাজার পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার সংস্কারকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের ইট ও খোয়া ব্যবহার করে রাস্তার সংস্কার হচ্ছে দাবি তুলে গতকাল নিমাকদমা বাজারে মানববন্ধন করেন এলাকাবাসী। আবদুর রাজ্জাক খানের সভাপতিত্বে বক্তব্য দেন রায়হান সরদার, আবদুল বারিক, আবু বক্কর সিদ্দিক, গোলাম ফারুক, সিরাজুল ইসলাম সুমন। সিংড়া উপজেলা প্রকৌশলী হাসান আলী বলেন, ‘চৌগ্রাম থেকে নিমাকদমা বাজার পর্যন্ত রাস্তার কাজের অনিয়ম হচ্ছে এমন অভিযোগ অনেকবার পেয়েছি। যাচাই করে সত্যতা মিলেছে।’ ঠিকাদার দাবি করেন, ‘এলজিইডি অফিসের নির্দেশনামতে কিছু খারাপ ইট, খোয়া অপসারণ করা হয়েছে। ভালো ইট, খোয়া এনে কাজ শুরু করেছি।’

সর্বশেষ খবর