যশোর শহরের খড়কী এলাকায় গতকাল এরফান হোসেন (২৮) নামে এক মুদি দোকানিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এরফান খড়কী ধোপাপাড়ার রফিকুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, বিকাল ৪টার দিকে এরফান খড়কী কবরস্থানের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তিন-চারজন দুর্বৃত্ত এরফানের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।